রাজশাহীতে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৩ ০২:০০; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৮:২৪

রাজশাহী অঞ্চলে তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি। দীর্ঘদিন ধরে এ অঞ্চলে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং তীব্র খরায় বিভিন্ন উপজেলায় আমের গুটি ব্যাপক হারে ঝরে পড়ছে। এ নিয়ে বিপাকে পড়েছেন চাষি ও বাগান মালিকরা।
আম চাষীদের সাথে আলাপ করে জানা যায়, রাজশাহীর সকল উপজেলায় ছোট বড় আম বাগান রয়েছে। বানেশ্বর এলাকার ছান্দাবাড়ী গ্রামের আমচাষি আব্দুল মমিন বলেন, ‘আমাদের গ্রামে অনেক ছোট বড় আমের বাগানে খরার কারণে আমের গুটি ঝরে পড়ছে। তারপর বৃষ্টির দেখা নেই। দিন দিন তাপমাত্রা বাড়ছে। বাগানের গাছে তিন ভাগের এক ভাগ আম ঝরে পড়েছে। বৃষ্টি না হওয়ায় আম নিয়ে বেকায়দায় রয়েছি আমরা বাগান মালিকরা।’
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পুঠিয়ায় প্রায় ১ হাজার ৫৪৭ হেক্টর জমিতে ৫ হাজার ৫৫০টি ছোট বড় আম বাগান রয়েছে। ফজলি, লখনা, গোপালভোগ, আশ্বিনা, হিমসাগর, দুধসরসহ প্রায় ১৫ এর অধিক জাতের আম চাষ করা হয়ে থাকে এ অঞ্চলে। রঘুরামপুর গ্রামের আমচাষি শফিকুল ইসলাম বলেন, ‘তীব্র খরার কারণে আমের গুটি অনেক ঝরে গেছে। ফলে অনেক গাছে কোনো আমই নাই। আমগাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ ম্প্রে করেও গুটি টেকানো যাচ্ছে না। এ সময় বৃষ্টি না হওয়ায় আম নিয়ে চিন্তায় রয়েছি। আমার অনেক বাগান কিনা রয়েছে যদি এমন ভাবে আম ঝরতে থাকে আর যদি বৃষ্টি না হয় তাহলে আমার অনেক টাকা লোকসান হবে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিস জানায়, আমাদের উপসহকারীরা আম রক্ষার্থে ১৫ দিন পরপর বাগান মালিক ও চাষিদের আমের গাছে বেশি করে পানি দিতে সব সময় পরামর্শ দিচ্ছে এবং ছত্রাকনাশক ও বোরন স্প্রে করতে বলা হচ্ছে। গত বছরে তুলনায় আমের গুটিও ভালো রয়েছে। কিন্তু তাপদাহ ও বৃষ্টি না হওয়ার করণে আমের গুটি ঝড়ে যাচ্ছে। তবে কিছু কিছু জাতের নিদিষ্ট কিছু বৈশিষ্ঠ রয়েছে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আম ঝড়ানোর জন্য এক ধরণের হরমোন নিঃস্বরণ করে। ফলে গুটি ঝড়ে যায়। তবে প্রাকৃতিক কোন বড় ধরণের দূর্যোগ না হলে আমের বাম্পার ফলন হবে বলে আশা করছি।
আপনার মূল্যবান মতামত দিন: