এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৩ ১৭:৪৭; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৮:১৬

- ছবি - ইন্টারনেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘর কবরস্থান এলাকায় বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৪ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান রিভেন বলেন, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়। আমরা নিহত দু’জন এবং আহত ১৬ জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পাঠিয়েছি। হাসপাতালে আরো দু’জনের মৃত্যু হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top