দূর্নীতির মামলা : কারাগারে গোদাগাড়ী কলেজ অধ্যক্ষ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০ ২২:০১; আপডেট: ১৯ অক্টোবর ২০২০ ২২:০৩
-2020-10-19-16-00-51.jpg)
দূর্নীতির অভিযোগ এনে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহমানকে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলামের আদালত এই নির্দেশ দেন।
এর আগে কলেজের টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে কলেজ অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন উপাধ্যক্ষ উমরুল হক।
মামলাটি আমলে নিয়ে আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়কে তদন্তের দায়িত্ব দেন।
পরবর্তীতে মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন। তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষ আবদুর রহমান কলেজের ৭২ লাখ ৪২ হাজার ৭৩০ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়।
এছাড়া, আর্থিক অনিয়মের পাশাপাশি বিভিন্ন স্বজনপ্রীতি সহ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতির মামলায় দুদক অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে আগেই অভিযোগপত্র দাখিল করেছে। কিন্তু তিনি পলাতক ছিলেন।
আদালতের পূর্ব নির্ধারিত শুনানির তারিখে তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: