মহাসমাবেশ ঘিরে পুলিশ-র‌্যাব সর্বোচ্চ সতর্কাবস্থা  

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩ ০৪:৩০; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:৫৯

ছবি: সংগৃহীত

রাজপথ দখলে রাখতে আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘর্ষের আশঙ্কায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে পুলিশ।

এ তথ্য জানিয়ে মঙ্গলবার পুলিশের এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার মহাসমাবেশ করতে দুই দলই ডিএমপি কমিশনার বরাবর আবেদন করেছে। তাদেরকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার শর্তে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ডিএমপি সূত্র জানিয়েছে।

এদিকে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে জনমনে। সমাবেশের দিন রাজধানীর পল্টন, গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউসহ বিভিন্ন এলাকায় পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব, এসএসএফ, পিজিআরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার অন্তত ১৫ হাজার সদস্য নিয়োজিত থাকবে।

পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় রাজনৈতিক অস্থিরতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে রাজনৈতিক স্পর্শকাতর ঘটনায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন ডিএমপি পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সমাবেশ ঘিরে গুজবসহ সাইবার স্পেসে যেকোনো ধরনের অপরাধ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার প্যাট্রলিং (নজরদারি) বাড়ানো হয়েছে। কোনো ঘটনার গুজব ছড়িয়ে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য তৎপর রয়েছে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, ‘সাইবার স্পেসে নিয়মিত নজরদারি করছে ডিবি। গুজবসহ সাইবার স্পেসে যেকোনো ধরনের অপরাধ ঘটলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সমাবেশকে কেন্দ্র করে র‌্যাবে গোয়েন্দা নজরদারি করছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব সতর্ক রয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top