রাজবাড়ীতে বালু চাপায় নিহত ৩
রাজ টাইমস | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৫; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১২:২২

রাজবাড়ীতে বালুর চাতাল থেকে ট্রাকে বালু ওঠানোর সময় স্তূপ ভেঙে নিচে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালুর চাতালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালুর চাতাল মালিক হান্নানের বড় ভাই আব্দুর রহিম শেখ (৫৫), ভেকু চালক মারুফ শেখ (২০) ও ট্রাক চালক মো. রিমন আলী (২৭)।
স্থানীয়রা জানান, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ির পাশে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিতভাবে বালু বিক্রি করা হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে বালুর চাতালের ওপর থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তূপের ওপর থেকে ভেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকু চালক এবং ট্রাক চালক নিহত হন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুর চাতালে কাজ করার সময় বালু চাপায় তিনজনের মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি।
আপনার মূল্যবান মতামত দিন: