২ সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার
রাজ টাইমস | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩২; আপডেট: ১ জানুয়ারী ২০২৬ ১৬:৪০
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পর মা ও দুই সন্তানের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকায় তীরনই নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।
মাজেদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মরদেহ তিনটি হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। এতে অনেকেই ধারণা করছেন, এটি হত্যাকাণ্ড। আবার অনেকে বলেছেন, পরিবারের সঙ্গে অভিমান করে হাত বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে এভাবে আত্মহত্যা করেছে তারা।
ওসি গুলফামুল ইসলাম জানান, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই নারী তার স্বামীর সঙ্গে রাগারাগী করে সন্তানদের নিয়ে নিখোঁজ হন। তাদের পরিবারের লোক আজকে সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার কিছুক্ষণ পরেই খবর আসে মা ও দুই সন্তানের মরদেহ পাওয়া গেছে তীরনই নদীতে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: