মহাখালীতে ১৪ তলা ভবনে আগুন, আটকা বহু মানুষ

রাজ টাইমস | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩ ১৯:০১; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৮:২০

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে একটি ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। ভবনটিতে আটকা পড়েছেন বহু মানুষ। ভবনটির ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা গেছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার বিকালে ৫টা ৫মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে আগুন লেগেছে। ১৪ তলা ভবনটির ১৩ তলায় আগুন লেগেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিস থেকে প্রথমে চারটি ইউনিট এবং পরে আরও চার ইউনিট পাঠানো হয়েছে।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top