দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৩ ০৭:৩০; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৮:৩৫

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুর হাটে ভয়াবহ আগুন লেগেছে।
রবিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
আগুনে বেশ কয়েকটি দোকান ভস্মিভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বাবুর হাটের কাপড় পট্টি থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ৯টি ইউনিট কাজ করছে।
আপনার মূল্যবান মতামত দিন: