রাজধানীতে ককটেল বিস্ফোরণ, ৪টি বাসে আগুন
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩ ০২:২২; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০২:৪৭

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে রোববার রাজধানীর উত্তরায় টহল গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। দুপুরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে অবরোধ চলাকালে রাজধানীর বিভিন্নস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসসহ চারটি বাসে আগুন দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জমায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে।
রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে অবরোধ আহ্বানকারীরা।
এদিকে অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ও সহিংসতা এড়াতে রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবিও মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, অবরোধের মধ্যে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই ককটেল বিস্ফোরিত হয়ে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ আলম বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় কেএম হাসান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরো জানান, রোববার সকালে উত্তরা পশ্চিত থানার একটি দল আবদুল্লাহপুর এলাকায় টহল দিচ্ছিল। এ সময় এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে দু’টি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
বিকেলে মিরপুরে বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘চৈতালী’ বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর জানায়, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণের কাজ করে। বাঙলা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় চৈতাল বাসের আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
বাংলামোটরে বাসে আগুন
রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়া হয়েছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
মিরপুরে বাসে আগুন
মিরপুরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন দেয়।
খিলগাঁওয়ে বাসে আগুন
খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় মো: সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হয়েছেন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, বিএনপি ও জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ শুরুর আগেরদিন অর্থাৎ শনিবার সন্ধ্যা থেকে শুরু করে রোববার সকাল ৭টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি বাসে আগুন দেয়া হয়েছে। এরমধ্যে কেবল রাজধানীতেই আগুন দেয়া হয়েছে ৭টি বাসে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া পায়নি।
তালহা জানিয়েছেন, রোববার ভোর ৫টার দিকে রাজধানীর শ্যামপুর, ডেমরা এবং মিরপুরে তিনটি বাসে আগুন দেয়া হয়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুরে আরো একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এর আগে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার নিউমার্কেট এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়। প্রায় একই সময়ে এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ এবং গুলিস্তানে আরো তিনটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আপনার মূল্যবান মতামত দিন: