হেফাজতের ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি কাল

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০ ০৫:৫০; আপডেট: ২১ মে ২০২৪ ০০:৫৩

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার বেলা ১১টায় বায়তুল মোকাররমে উত্তর গেইটে জমায়েত হবেন সংগঠনটির নেতাকর্মীরা। সেখান থেকে ফ্রান্স দূতাবাস অভিমুখে গণমিছিল করবেন তারা। সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

ঘেরাও কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজত নেতারা।

রোববার সন্ধ্যায় হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ও সংগঠনটির ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী গণমাধ্যমে প্রেরিত আলাদা বিবৃতিতে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

বিবৃতিতে বাবুনগরী বলেন, ফ্রান্সে নবীজীর (সা.) অবমাননার প্রতিবাদে ঈমানী দায়িত্ব হিসেবে আগামীকাল বেলা ১১টায় বায়তুল মোকাররমে জমায়েত হয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঘেরাও কর্মসূচি সর্বাত্মক সফল করতে হেফাজত নেতারা ও নবীপ্রেমিক তৌহিদী জনতার প্রতি আহবান জানাচ্ছি।

আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, আগামীকালের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ফ্রান্স সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, তাদের ইসলামবিদ্বেষ, নবীর (সা.) অবমাননা ও মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ভুল পদক্ষেপ। মুসলমানদের বিরুদ্ধে তাদের এ ঘৃণার চর্চা আমরা নীরবে মেনে নেব না।

পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারের প্রতিও জোরালো দাবি জানাব, ফ্রান্সে রাসূলের (সা.) অবমাননার ঘটনায় সরকারের নীরব থাকা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। সরকারকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের নিন্দা জানাতে হবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top