সেন্টমার্টিনে ৩ দিন পর্যটক নিষিদ্ধ

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ ১১:৫২; আপডেট: ১৪ জানুয়ারী ২০২৬ ০৮:২২

ছবি: সংগৃহীত

সেন্টমার্টিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনদিন পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

শনিবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

তিনি বলেন, আগামী ৬, ৭ এবং ৮ ডিসেম্বর সেন্টমার্টিনে পর্যটকদের চলাচল নিষিদ্ধ থাকবে। একইসাথে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। তাছাড়া দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজগুলোও বন্ধ থাকবে।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, যেহেতু নির্বাচনের সময় বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে সেহেতু ৬ ডিসেম্বর রাত ১২টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top