সেন্টমার্টিনে ৩ দিন পর্যটক নিষিদ্ধ
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ ১১:৫২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৩:০০
-2023-12-31-11-52-03.jpg)
সেন্টমার্টিনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনদিন পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
শনিবার (৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।
তিনি বলেন, আগামী ৬, ৭ এবং ৮ ডিসেম্বর সেন্টমার্টিনে পর্যটকদের চলাচল নিষিদ্ধ থাকবে। একইসাথে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। তাছাড়া দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজগুলোও বন্ধ থাকবে।
জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, যেহেতু নির্বাচনের সময় বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে সেহেতু ৬ ডিসেম্বর রাত ১২টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিন ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।
বিষয়: সেন্ট মার্টিন কক্সবাজার পর্যটন
আপনার মূল্যবান মতামত দিন: