রাজশাহী-৫ আসনে জীবন্ত ঈগল নিয়ে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩ ১৮:২৬; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২১:৩১

 জীবন্ত ঈগল পাখি নিয়ে প্রচারণার অভিযোগ উঠেছে।

রাজশাহী-৫ দুর্গাপুর ও পুঠিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে জীবন্ত ঈগল পাখি নিয়ে প্রচারণার অভিযোগ উঠেছে। এ ধরণের একচি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এনিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নৌকা প্রার্থীর সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সাদ্দাম।

গত শনিবার বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন তিনি। অভিযোগে তিনি বলেন, রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান তার নির্বাচনী প্রতীক ঈগল পাখি। এ প্রার্থীর এক সমর্থক জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। একই আসনে নৌকা প্রতীকে প্রার্থী হয়ে নির্বাচন করছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top