অনির্দিষ্ট কালের জন্য নওগাঁ রুটে সব বাস চলাচল বন্ধ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০ ১৭:৫৭; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৮
-2020-11-18-11-57-34.jpg)
নওগাঁয় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা।
সড়কে শ্রমিকদের চাঁদাবাজী ও হয়রানি বন্ধের দাবিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে জেলাজুড়ে বন্ধ আছে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল।
দূরপাল্লার বাসও পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জেলার পরিবহণ মালিকদের দাবি চাঁদাবাজী ও সড়ক নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের।
পরিবহণ নেতারা জানান, নতুন শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব চরমে ওঠে। বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সব রুটের বাস চলাচল বন্ধ থাকবে।
অন্যদিকে, নিজেরাই বঞ্চিত দাবি করে এবং এই সিদ্ধান্তের সমালোচনা করে শ্রমিক নেতারা বলছেন, পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিলো না। এতে শ্রমিকরা বঞ্চিত হয়ে আসছে।
শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় নিজস্ব উদ্যোগে দুটি বাস চলাচলের উদ্যোগ নেওয়া হলে এতে মালিকপক্ষ বাঁধা দেয় যা অযৌক্তিক।
এদিকে, দুই পক্ষের এমন অবস্থানে চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রী সাধারণ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: