গাজীপুরে তুলার গুদামে আগুন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০ ১৮:২৫; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৭:৪১

গাজীপুর নগরীতে এক তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে নগরীর টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে এই ঘটনা ঘটে।
দীর্ঘ এক ঘন্টা ব্যাপী চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনার বিষয়ে জানতে চাইল, টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ভোর ৫টার দিকে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার শহিদুল ইসলামের তুলার গুদামে আগুন লাগে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। ততক্ষণে আগুনে ওই গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেন নি তিনি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: