বাড়তে পারে চার বিভাগে চলমান তাপপ্রবাহ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪ ০৯:১০; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:২৯

আবহাওয়া অধিদফতর জানিয়েছে— দেশের চার বিভাগের ওপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরও বিস্তৃতি লাভ করতে পারে। দ্রুত এই তাপপ্রবাহ বন্ধ হওয়ার সম্ভাবনা কম। তাপপ্রবাহ বেড়ে যাওয়ার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। এতে মানুষের অস্বস্তি বাড়তে পারে।
গতকাল আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী, দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আর তা আরও বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে এই পরিস্থিতিতে মানুষের অস্বস্তি বাড়তে পারে।
চলমান পরিস্থিতিতে মানুষের অস্বস্তি বাড়ার কারণ জানিয়েছেন আফরোজা সুলতানা। আবহাওয়া অধিদফতরের এই আবহাওয়াবিদ বলেন, দক্ষিণ থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এখন বাতাসে রয়ে গেছে। এই অবস্থায় মানুষের ঘাম হয় প্রচুর। গরম হয়তো ততটা বেশি থাকে না, কিন্তু এর অনুভব অনেক থাকে। আর তাই এই অস্বস্তি।
অপর দিকে প্রচণ্ড এই গরমের মধ্যে দুই বিভাগের দু–এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে— আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও এর প্রভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আপনার মূল্যবান মতামত দিন: