কৃষকের ৬০০ পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪ ১২:৪৭; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৫:১৮

দিনাজপুরের খানসামা উপজেলায় রাতের আঁধারে রফিকুল ইসলাম নামে এক কৃষকের ৩৫ শতক জমির পটল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর এলাকার এই ঘটনা ঘটে। সকালে ওই কৃষক কাটা গাছগুলো দেখে দিশেহারা হয়ে পড়েন।
রফিকুল ইসলামের ছেলে রিপন ইসলাম বলেন, সকালে ক্ষেতে গিয়ে দেখি পটলের সব গাছ মরে যাচ্ছে। পরে দেখি মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়া উপড়ে ফেলা।
কৃষক রফিকুল ইসলাম বলেন, ৩৫ শতক জমি বর্গা নিয়ে ৬০০ পটলের চারা রোপণ করেছিলাম। পটল গাছে ফুল আসতে শুরু করেছিল। কিছুদিন পরেই পটল বিক্রি করা যেত, কিন্তু সব শেষ।
খানসামা থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: