সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ মেট্রিক টন আম বিনষ্ট

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪ ০৯:৩৭; আপডেট: ১৭ মে ২০২৪ ১৮:৫৫

- ছবি - ইন্টারনেট

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো ৬ মেট্রিক টন আম জব্দের পর গাড়ির চাকায় বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, দেবহাটা থেকে ১ ট্রাক অপরিপক্ব আম বিষাক্ত কেমিক্যালের সাহায্যে পাকিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি।

এর প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপসহকারী ইয়াসির আরাফাত সঙ্গে নিয়ে আলিপুর চেকপোস্ট থেকে আম ভর্তি ট্রাকটি জব্দ করি। সেখান থেকে কৃত্রিমভাবে পাকানো ৬ মেট্রিক টন অপরিপক্ব আম জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ টাকা। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে পালিয়ে যান এর সাথে জড়িত অসাধু ব্যবসায়ী। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top