আবহাওয়ার সব সংকেত প্রত্যাহার, বাড়তে পারে তাপমাত্রা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৯ মে ২০২৪ ১৫:১৮; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:৪৭

গেল কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। তবে আজ বুধবার থেকে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে ঘূর্ণিঝড় রেমালের কারণে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেতও দেয়া হয়েছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে সব বন্দরের সংকেত নামিয়ে ফেলার জন্য বলেছে সংস্থাটি।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তিনি জানান, মঙ্গলবার সারাদেশে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সিলেটে ১৪৬ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: