রাঙ্গামাটিতে নৌকায় বজ্রপাত, প্রাণ গেল ৪ জনের

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ জুন ২০২৪ ২২:২২; আপডেট: ২৩ জুন ২০২৪ ০৮:৪০

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন।

শনিবার (১৫ জুন) বিকেলে এসব ঘটনা ঘটে। লংগদু থানা পুলিশের ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান।

অন্যদিকে একই উপজেলার মাইনি বাজার থেকে বাজার শেষে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে নৌকার ওপর বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০) ও ওবায়দুল্লাহ (৩০)। এ ঘটনায় নৌকার মাঝি আক্কাস আলী (৪৫) নিখোঁজ রয়েছেন।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top