দুর্গাপুরে ভালোবাসায় সিক্ত হলেন নাদিম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুলাই ২০২৪ ১৬:১২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:১২

রাজশাহী-৫ পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম অ্যাডভোকেট নাদিম মোস্তফার জানাজা আজ সোমবার সকাল ১০ টায় দুর্গাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, ১১ টায় বানেশ্বর সরকারি কলেজ মাঠে এবং বেলা সাড়ে ১১ টায় পুঠিয়া সরকারি পিএন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় পুঠিয়া-দুর্গাপুর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। এদিকে জানাজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। তিনি বলেন, পুঠিয়া দুর্গাপুর যখন খুব অবহেলিত ছিল ঠিক তখন নাদিম মোস্তফার আবির্ভাব ঘটে । আপনারা জানের পুঠিয়া দুর্গাপুরে রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ নির্মান করেই তিনি উন্নয়নের প্রতীক ছিলেন। আমরা মনে করবো নাদিমের মৃত্যু হয়নি এই পুঠিয়া দুর্গাপুরের উন্নয়নেই তিনি জীবিত থাকবেন। এই উন্নয়নের কারণেই যেখানেই যাবে রাস্তা ঘাট, স্কুল, কলেজ নাদিমকে মনে করিয়ে দিবে।
উল্লেখ্য, গত রবিবার বেলা ১১টার ইউনাইটেড হাসপাতালে অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা যান।
আপনার মূল্যবান মতামত দিন: