সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী

ষড়যন্ত্রকারীদের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার

রাজ টাইমস | প্রকাশিত: ১ জুলাই ২০২৪ ১৬:৩৪; আপডেট: ১ জুলাই ২০২৪ ১৬:৩৭

সংগ্রহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনকে হত্যা মামলার আসামি করার ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর আওয়ামী।

রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনেকে হত্যা মামলার আসামির করার ঘোষণার প্রতিবাদে  সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নগরীর কুমারপাড়া নগর আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ  সম্মেলন অনুষ্ঠিত হয়।  এসময় লিখিত বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এমপি শাহরিয়ার আলমের বক্তব্যের প্রতিবাদ এবং হত্যা মামলার সুষ্ঠ ‍ু  বিচার দাবি করা হয় ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম সরকার বলেন, বাঘায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় দাঁড়িয়ে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানাচ্ছি। তাঁরা এএইচএম খায়রুজ্জামান লিটনের ভাবমুর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ষড়যন্ত্রকারীদের একজন সাবেক পররাষ্ট্র মন্ত্রী শাহরিয়ার আলম আওয়ামী লীগ নেতা বাবুলের জানাজায় প্রকাশ্যে খাইরুজ্জামান লিটনকে এই হত্যা মামলায় আসামি করার ঘোষণা দেন। শাহরিয়ার আলমের এই বক্তব্যের পর সর্বস্তরে ক্ষোভের সৃষ্টি হয়। যা এখনও অব্যাহত আছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো উত্তেজনা চাচ্ছি না। আমরা এই মুহূর্তে কোনো আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছি না। তবে আমরা দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এই বিষয়টার সুষ্ঠু সমাধান ও দোষীদের শাস্তি দাবি করেছি। আমরা বাবুল হত্যায় জড়িতদের তদন্ত করে বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির দাবি জানাই । এসময় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তোবিবুর রহমান বলেন, উনি যখন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন তখন শাহরিয়ার আলম দায়িত্ব নিয়েছিলেন। আমরা তার গাফিলতি লক্ষ্য করেছি। এমন ক্রিটিক্যাল রোগিদের হেলিকপ্টারে করে সাথে সাথে ঢাকায় নিয়ে আরও উন্নয়ন জায়গায় গিয়ে চিকিৎসা নেওয়া হয় কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়নি।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সৈয়দ শাহাদত হোসেন, নাঈমুল হুদা রানা, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রমুখ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top