বন্যায় শেরপুর ও ময়মনসিংহ, নিহত ৭, পানিবন্দী লাখো মানুষ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৪ ১৮:৪৭; আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ০২:৫৮

ছবি: সংগৃহিত

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুর ও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নারী ও বৃদ্ধসহ শেরপুরে মারা গেছেন অন্তত সাতজন। শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ৬০টি ইউনিয়নে পানিবন্দি হয়েছে লাখো মানুষ। ডুবেছে সড়ক ও ফসলি জমি।

সেনাবাহিনীর পাশাপাশি উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা। নালিতাবাড়ি উপজেলায় ২৩ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে পানিতে তলিয়ে গেছে প্রায় আট হাজার হেক্টর জমি। জেলা প্রশাসনের পক্ষ হতে বন্যার্তদের শুকনো খাবার ও গো খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, রাতভর বৃষ্টিতে ময়মনসিংহে বাড়ছে নদ নদীর পানি। অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। ধোবাউড়া উপজেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।

উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ২৫ হাজার পরিবার এখন পানিবন্দি। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ। গত ২৪ ঘন্টায় হালুয়াঘাট পৌর এলাকা থেকে পানি নেমে গেলেও প্লাবিত হয়েছে ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চল।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top