‘প্রথম আলো-ডেইলি স্টার’ পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪ ১৪:২২; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৭:২৬

ছবি: সংগৃহিত

জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্পর্শকাতর ইস্যুতে মিথ্যা, বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক সংবাদ প্রচার করে আসছে দাবি করে পত্রিকা দু'টি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন সংলগ্ন পার্কিংয়ে পত্রিকা পোড়াতে দেখা যায় একদল শিক্ষার্থীকে।

এসময় তারা পত্রিকাটি দু'টি বয়কটের ডাক দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, পত্রিকা দু'টি নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছে না এবং জনমতের দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে তারা তাদের নীতিগত কোনো পরিবর্তন করেনি।

এ বিষয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ বলেন, প্রথম আলো বাংলাদেশে একটি চিহ্নিত ইসলাম বিদ্বেষী পত্রিকা। বিভিন্ন সময়ে তাদের ইসলামবিদ্বেষ তাদের এবং পত্রিকা-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজের দ্বারা ফুটে উঠেছে। ২০০৭ সালে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রকাশ এবং প্রথম আলোর ব্যবস্থাপনার সম্পাদক আনিসুল হকের লেখা 'ছহি রাজাকারনামা' নামক ব্যঙ্গাÍক রচনায় স্পষ্টভাবে ইসলামবিদ্বেষ ফুটে উঠেছে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানেও প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা গণহত্যার সাফাই গেয়েছে কতগুলো সংবাদ কলামে। অভ্যুত্থান পরবর্তী সময়েও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুকে উপেক্ষা করে ফ্রন্ট পেইজ ভর্তি ভারতীয় মোটরবাইক 'রয়েল এনফিল্ড' এর বিজ্ঞাপন দিয়ে সংবাদ পরিবেশন করেছে। এছাড়া চট্টগ্রামের সংখ্যালঘু ইস্যুতে তারা উসকানিমূলক সংবাদ পরিবেশন করেছে।

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, প্রথম আলো ২০১৯ সালে বুয়েটের শেরে-বাংলা হলে ছাত্রলীগের হাতে আবরার ফাহাদের হত্যার ঘটনাকে অস্বীকার করে বলে ‘এই ছাত্রের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না’-উল্লেখ করে সংবাদ প্রকাশ করে, যা স্পষ্টভাবে মিথ্যাচার ও জড়িত ব্যক্তিদের বাঁচিয়ে নেয়ার একটা ব্যর্থ প্রচেষ্টা ছিলো।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ফেনী-নোয়াখালী অঞ্চলে বন্যার জন্য ভারতীয় ড্যাম ও ভারতকে সাধারণ মানুষ দায়ী করলেও, প্রথম আলো ‘উজান থেকে নেমে আসা পানিতে বন্যা’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করে। এছাড়াও বিভিন্ন সময়ে নানান বিষয়ে প্রথম আলোর মিথ্যাচারের প্রতিবাদে ও বয়কটের আহ্বানে আমাদের এই কর্মসূচি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top