ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যূরাল ভাংচুর, গ্রেফতার ১

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২১ ০৩:৫৪; আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ১৩:১৩

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

এদিকে এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে নূর আলম (৪২) বলে জানা গেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়। তিনি বলেন, বিকেলে নূর আলম শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ইট দিয়ে আঘাত করেন। এতে ম্যুরালের একটি অংশ ভেঙে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ৫ ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top