ধামইরহাটে ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ১৫:১৯; আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৮:০৭

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে আড়ানগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোসাদ্দেকুর রহমান (৩৫) আইন–শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনুমানিক বেলা ১২টায় উপজেলার ক্যান্টিন চত্বর থেকে আইন–শৃঙ্খলার একটি দল তাকে গ্রেফতার করেছে।

মোসাদ্দেকুর রহমান আড়ানগর ইউনিয়নের গোকুল নিবাসী মোজাফফর মাস্টারের ছেলে। তিনি গত ২০২২ সালের ইউপি নির্বাচনে আড়ানগর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হোন। এছাড়াও তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ইউনিয়ন যুবলীগের আহবায়ক হিসাবে দায়িত্বরত আছেন।

ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয় এবং গত বছর একই উপজেলার ইসবপুর ইউনিয়নে ঘটে যাওয়া একটি নাশকতার মামলায় গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top