মুজিববর্ষে রাজশাহীর ৬৯২টি পরিবার পাচ্ছে ঘর
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২১ ০৩:৪৬; আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২২:১৪
-2021-01-21-21-45-59.jpg)
মুজিববর্ষে রাজশাহীর ৬৯২টি গৃহহীন পরিবার পাচ্ছে ঘর। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে গৃহহীনরা এসব বাড়ি পাবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষ উপলক্ষে তাদেন এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আবদুল জলিল তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীর ৯টি উপজেলার ৬৯২টি পরিবারের জন্য বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে গোদাগাড়ী ২৮০টি, তানোরে ৫৭টি, মোহনপুরে ১৬টি, বাগমারায় ১৭৫টি, দুর্গাপুরে ৩২টি, পুঠিয়ায় ৫৪টি, চারঘাটে ১৫টি, বাঘায় ১৬টি এবং পবায় ৪৭টি পরিবার ঘর পাচ্ছে।
জেলা প্রশাসক আরো জানান, রাজশাহীর প্রতিটি উপজেলায় ঘর প্রস্তুত করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সারা দেশে ৬৫ হাজার ৭২৬টি পরিবারের কাছে গৃহ হস্তান্তর করা হবে। একইসঙ্গে রাজশাহীতেও গৃহ হস্তান্তর শুরু হবে।
এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগেরর উপ-পরিচালক শাহানা আক্তার জাহান, সহকারী কমিশনার অভিজিত সরকার প্রমুখ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: