বাস্তবায়নাধীন প্রকল্প নিয়ে এলজিইডি পর্যালোচনা সভা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২১ ২৩:১২; আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ২২:৩২

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র আওতায় ২০২০-২১ অর্থ বছরে রাজশাহী বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্প ও কর্মসূচী বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী এলজিইডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় এলজিইডি’র প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খান এর সভাপতিত্বে বিভাগের বাস্তবায়নাধীন মোট ২৯ (উনত্রিশ) টি প্রকল্প পরিচালক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম এবং উদ্বোধনী বক্তব্য রাখেন এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাঃ আব্দুল মালেক সরকার। দিনব্যাপী এ পর্যালোচনা সভায় এলজিইডি’র রাজশাহী বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজের প্রকল্প ওয়ারী অগ্রগতি, স্কীম বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান এবং যথাসময়ে প্রকল্পের কাজ বাস্তবায়নে করণীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা শেষে উম্মুক্ত আলোচনা করা হয়। সমাপনী বক্তব্যে এলজিইডি’র প্রধান প্রকৌশলী মুিজব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার পরামর্শ প্রদান করেন। এসময় রাজশাহী বিভাগ, রাজশাহী অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রকৌশলী/কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
আপনার মূল্যবান মতামত দিন: