চারঘাট পৌর নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৭; আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১১:২৬
-2021-02-13-15-36-43.jpg)
আসন্ন রাজশাহীর চারঘাট পৌরসভার নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন আহত হয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চারঘাট সদরে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে বিএনপির কর্মীরা ধানের শীষের পোস্টার লাগাতে থাকলে এক পর্যায়ে তাদের মারধর করে তাড়িয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা। পরে সকাল ১১ টার দিকে বিএনপির কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলার প্রস্তুতি নেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে চারঘাট সদরে দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে উভয়পক্ষের কর্মীদের হতাহতের খবর পাওয়া গেছে। পরবর্তীতে পুলিশ উপস্থিত হয়ে ঘটনা সামলে আনে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: