ফেনীতে ফুড প্রোডাক্টস কারখানায় ভয়াবহ আগুন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৫১; আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১১:২৬

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা বেড়েই চলছে।
জানা যায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হলেও এখন পর্যন্ত (রাত তিনটা) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের ব্যাপারে ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা পুর্ণচন্দ্র মুদসুদ্দী জানান, রাত সাড়ে ১২টার দিকে কাশিমপুরের একটি খাবারের কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
এই কর্মকর্তা আরও জানান, ওই কারখানায় বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হয়। কারখানার ভেতরে কার্টন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনই ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: