নীলফামারীতে নির্বাচনী সহিংসতা : নিহত ১ আহত ৫

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৩; আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ২১:১৪

ফাইল ছবি

নীলফামারীতে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছে এক যুবক। জেলার সৈয়দপুর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে এই ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন পাঁচজন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

সহিংসতায় নিহত যুবকের নাম ছোটন অধিকার (৪০) বলে জানা গেছে। তিনি উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে উপজেলার মুন্সিপাড়ার ৫নং ওয়ার্ডে মহিলা কলেজ কেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থী ও সমর্থকদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের সমর্থক ছোটন অধিকার গুরুতর আহত হন। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top