চমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২১ ২৩:০৪; আপডেট: ৬ এপ্রিল ২০২৫ ১১:১৪
-2021-03-02-17-03-49.jpg)
আধিপত্যের জেরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে চমেক ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে।
দু পক্ষের সংঘর্ষে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে।
তিনি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন করা রয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: