করোনায় বিভাগে প্রাণ গেল আরো দুইজনের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১ ২২:৪১; আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ০৭:১২

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (০৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪১৪ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।
পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১৪জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৮ জন এবং পাবনায় ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগে নতুন ১১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৩৩১ জন। এদের মধ্যে ২৪ হাজার ৮৭১ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ১৪৩ জন কোভিড-১৯ রোগী।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: