চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ৪

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১ ১৯:৪৬; আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ০৭:৫২

ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালিতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ শ্রমিক নিহত ও শতাধিক আহত হয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা নাগাদ শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন করলে ‘এস আলম’ কর্তৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পযার্য়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এতে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে অন্তত ৪ জন নিহত ও শতাধিক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। নিহত রাহাত (২২) সে কিশোরগন্জ জেলার ফালু মিয়ার পুত্র। বাকিদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

 

এসএইচ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top