রিমোট কন্ট্রোল ডিভাইস উদ্ধার
আনসার আল ইসলাম’র সদস্য গ্রেফতার
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০ ০৩:১১; আপডেট: ১৩ আগস্ট ২০২০ ০৩:১১

রাজশাহী নগরীর আমচত্ত্বর থেকে আনসার আল ইসলাম’র সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত হাসানুজ্জামান ফয়সাল (১৯) নওগাঁর তুরুক বাড়িয়া এলাকার হাবিল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত সোমবার নগরীর আমচত্ত্বর এলাকায় অভিযান চালায়। এসময় উগ্রবাদী লিফলেট, রিমোট কন্ট্রোল ডিভাইজসহ তাকে আটক করা হয়।
তার থেকে উগ্রবাদী লিফলেট, রিমোট কন্ট্রোল ডিভাইজ ও ব্যাগ প্যাড উদ্ধার করা হয়। সিনি. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নাম্বর-৫ রাজশাহী আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: