মাদক সেবনের দায়ে বাঘায় একজন আটক

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ৩১ মে ২০২১ ০৩:০২; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২০:৩৪

ফাইল ছবি
রাজশাহীর বাঘায় হিরোইন সেবনকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে এক গ্রাম হেরোইনসহ বাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটককৃতের নাম মধু-আলমিন (৩২)। তিনি বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকার মৃত নিবারণ দাসের ছেলে।
 
জানা গেছে, বাঘা থানার উপ-পুলিশ পরিদর্শক  তৈয়ব আলী নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় হেরোইন সেবন করা অবস্থায়  মধু-আলমিনকে এক গ্রাম হেরোইনসহ আটক করা হয়।
এ বিষয়ে বাঘা থানা ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে আসামীকে জেল হাজতে পাঠানো হবে।   
 
 
 
এসকে
 
 
 


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top