নাটোরে কর্মহীন অসহায় চারশ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২১ ২৩:১৫; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৩

অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা হস্তান্তর করা হচ্ছে।

নাটোর সংবাদদাতা

করোনা সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় চারশ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিট।

বৃহস্পতিবার (০৩ জুন) পর্যায়ক্রমে জেলার লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় এসব খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। বেলা এগারেটায় লালপুর উপজেলার ত্রিমোহনী বাজারে সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের নির্বাহী সদস্য ইসাহাক আলী ও রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন।

দুপুরে জেলার বড়াইগ্রাম উপজেলার তিরাইল উচ্চ বিদ্যালয় মাঠে মৎসজীবী ও নদী ভাঙ্গন এলাকার দুইশ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে সাড়ে সাত কেজি চাল, এক কেজি করে ডাল ও চিনি, আধা কেজি সুজি ও এক লিটার সয়াবিন তেল দেয়া হয়েছে।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top