পুলিশি হয়রানি বন্ধে ‘আইজিপিস কমপ্লেইন সেল’
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট ২০২০ ১৮:৩১; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:৪১

অসৎ পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষ বা ভুক্তভোগিদের অভিযোগের সুযোগ করে দিতে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ খুলেছে বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশের অপেশাদার কর্মকাণ্ডের জন্য ভুক্তভোগীরা অভিযোগ কোথায় বা কাকে দেবেন এ নিয়ে সিদ্ধান্তহীনতায় থাকতেন। এই বিষয়টি বিবেচনা করে ও অভিযুক্ত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় আনতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে ‘আইজিপিস কমপ্লেইন সেল’ চালু রয়েছে। এই কমপ্লেইন সেল সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই চালু থাকে।
জনসাধারণ পুলিশ সদস্যের যে কোনো অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি, কুরিয়ার সার্ভিস ও ডাকযোগে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫, ০১৭৬৯৬৯৩৫৩৬ মোবাইল নম্বরে এবং [email protected] ইমেইলে এ অভিযোগ করতে পারবেন।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজির (ডিঅ্যান্ডপিএস-১) তত্ত্বাবধানে সেলটি পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, ৭১ থেকে শুরু করে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ পুলিশ সবসময় অগ্রগামী থেকেছে। কিন্তু বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার, ঘুষ কেলেঙ্কারী, অপেশাদার আচরণ ও কর্মকাণ্ডের জন্য ম্লান হতে বসেছে বাহিনীটির সব সাফল্য। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খোলা হয়েছে ‘আইজিপিস কমপ্লেইন সেল’।
#এনএস
আপনার মূল্যবান মতামত দিন: