সেনা এমপি ইউনিটের ত্রাণ বিতরণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১ ১৩:১৭; আপডেট: ১৪ জুলাই ২০২১ ০৩:২৮

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সেনাসদর, এজি’র শাখা, পিএস পরিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে গতকাল রোববার ঢাকা ক্যান্টনমেন্টের আশেপাশের এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর মিলিটারি পুলিশ (এমপি) ইউনিট।

আর্মি এমপি ইউনিট কর্তৃক ঢাকা সেনানিবাস, বনানী এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকার ১০০ গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়। এই ইউনিটের সকল পদবির সদস্যের সঞ্চিত রেশনের টাকায় এই ত্রাণ বিতরণ-অভাবী, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সেনাবাহিনীর একটি ক্ষুদ্র প্রয়াস।

উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকে এ যাবত এ ইউনিট কর্তৃক সর্বমোট ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, প্রভোস্ট মার্শাল, মিলিটারি পুলিশ কোর এবং আর্মি এমপি ইউনিটের অধিনায়কসহ অন্যরা উপস্থিত ছিলেন।



বিষয়: ত্রাণ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top