পাটুরিয়া ঘাটে আটকে আছে ৪ শতাধিক ট্রাক

রাজ টাইমস | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১ ০১:২০; আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০১:২৩

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজও আটকে আছে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় গত পাঁচ দিন ধরে পণ্যবাহী ট্রাকগুলো আটকে আছে।

আজ রোববার দুপুর সোয়া ৩টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে প্রায় চার শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে থাকতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, 'স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগছে।

এ ছাড়া, শিমুলিয়া-বাংলাবাজার রুটের যানবাহন এখানে আসায় চাপ বেড়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে শিমুলিয়া থেকে চারটি ফেরি পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে ১৮টি ফেরির সবগুলো সচল রয়েছে। তারপরও যানজট দূর হচ্ছে না।

তিনি আরও বলেন, যাত্রী ও জরুরি পণ্যবোঝাই গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করার কারণেই সাধারণ পণ্যবাহী ট্রাক ঘাটে আটকা পড়ছে।

যমুনায় স্রোতের কারণে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

সূত্র: দ্য ডেইলি স্টার / এএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top