বাইক নিয়ে প্রতিযোগিতায় ৩ তরুণের মৃত্যু

রাজ টাইমস | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১ ০৬:৩৫; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২০

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাতে ঈশ্বরদী-পাকশী সড়কের জয়নগর শিমুলতলা বাজার এলাকায় খাইরুল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজন রূপপুর স্বর্ণকলি স্কুল এলাকার মো. জহুরুলের ছেলে ইব্রাহিম (২০) ও মো. লালনের ছেলে জয় (২২) বলে জানা গেছে। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে দ্রুত বেগে দুটি মোটরসাইকেল পাল্লা দিয়ে যাওয়ার পথে জয়নগর শিমুলতলা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রূপপুর প্রকল্পে নিযুক্ত অর্গান কোম্পানির হাইস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন, অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ঈশ্বরদী থানার এসআই রায়হান যুগান্তরকে জানান, দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তারা মোটরসাইকেল আরোহী।

সূত্র: যুগান্তর/এএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top