প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের মারামারি, আহত এক কর্মী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২২ ০৫:৪৫; আপডেট: ৫ জানুয়ারী ২০২২ ০৫:৪৬

টাঙ্গাইল ছাত্রলীগের মারামারি।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীকে ঘিরে মারমারির ঘটনায় জড়িয়ে পড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এই সময় আহত হয় একজন ছাত্রলীগের কর্মী। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের সবুর খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

আহত কর্মী শহরের দেওলা সিকদার বাড়ি এলাকার ইব্রাহিম সিকদারের ছেলে বলে জানা গেছে।

শান্ত সিকদার বলেন, সকালে শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠানে যান। সেখান থেকে তূর্য নামের এক ছেলে তাকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যান। আমার বাসা কোথায় জিজ্ঞেস করেই সেখানে থাকা প্রান্তের নেতৃত্বে আমাকে মারধর করতে থাকে। এসময় তারা কাঠের লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আমাকে আহত করে। পরে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পাই।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে নেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত তূর্য বলেন, নিজেদের মধ্যে কিছু ঝামেলা চলছিল। বিষয়টি নিজেরাই সমাধানের চেষ্টা করছি।

মারামারির বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগ সভাপতি সোহানুর রহমান বলেন, র‌্যালিতে ব্যানার ধরতে গিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top