পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৬; আপডেট: ২৭ জানুয়ারী ২০২৬ ১৩:১০

ছবি: প্রতীকী

নওগাঁর পত্নীতলায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সাপাহার উপজেলার পিছলডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান হোসেন (১৭) ও গুডাউন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৮)।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে হতাহতরা পত্নীতলা থেকে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিল। পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা স্থানে রাস্তা পারাপার হওয়ার সময় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজুয়ান ও ফরহাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাকিব হাসান নামে আরেকজন গুরুতর আহত হন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাকিব হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেকে স্থানান্তর করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top