চাঞ্চল্যকর বদি হত্যাকারী দুই 'রাজমিস্ত্রি'কে খুঁজে পেল র‌্যাব

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৫৫; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:৫৬

বদি হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও তার দলবলের ধারালো অস্ত্রের আঘাতে নিহত চাঞ্চল্যকর বদিউজ্জামান বদি (৪৫) হত্যা মামলার দুজন এজাহারনামীয় আসামিকে টাঙ্গাইলের মধুপুর থানার বোয়ালী গ্রাম থেকে আটক করেছে র‌্যাব। ওই দুজন ওই গ্রামে পরিচয় গোপন করে দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রির ছদ্মবেশে পলাতক অবস্থায় ছিল। গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ২ নম্বর আসামি ও প্রধান আসামি চাঁপাইনববাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চর শেখালিপুর রাবনপাড়া গ্রামের মজিবুর রহমান শেখ লাইহার ছেলে মো. বাবু (৩০) এবং ১০ নম্বর আসামি ও একই গ্রামের মকলেছুর রহমানের ছেলে জাইদুল ইসলাম (৩২)।গত ৪ ডিসেম্বর ২০২১ সালে ওই গ্রামেই বদিকে হত্যা করা হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিং-এ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার রুহ-ফি-তহমিন তৌকির হত্যাকাণ্ডের প্রেক্ষাপট ও আসামি আটক অভিযানের বিস্তারিত উপস্থাপন করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের সিআইডির নিকট হস্তান্তর করা হবে। এ মামলার অপর আসামিদের আটকে অভিযান চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top