ইভটিজি ‘র প্রতিবাদ করায় পিটিয়ে আহত
বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২৩; আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২৩

রাজশাহীর বাঘায় ১০ম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় ভাইসহ ৩ জনকে মারপিট করে আহত করেছে ইভটিজার আলী হোসেন সহ তার ৫ বন্ধু। বৃহস্পতিবার সকালে উপজেলার মনিগ্রাম বাজারে পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ঐ শিক্ষার্থী বাদী হয়ে বাঘা থানায় ইভটিজিং একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পর বাঘা থানা পুলিশ মামলার প্রধান আসামী আলী হোসেন (১৭) কে গ্রেপ্তার করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির পড়ুয়া এক শিক্ষার্থী বৃহস্পতিবার সকাল ১০ টার সময় প্রাইভেট পড়ে বাড়ি ফিরার পথে মন্রিগাম বাজাররের পাশে । এ সময় মনিগ্রাম এলাকার আলম হোসেনের ছেলে আলী হোসেনসহ আরো দুই বন্ধু মিলে ঐ শিক্ষার্থীর হাত ধরে টানা হেঁচড়া করে অপহরণ করা চেষ্ঠা করে। এ সময় স্কুল ছাত্রী তার ভাই রাজুকে মোবাইল ফোনে ঘটনাটি অবগত করলে রাজুসহ তার দুই বন্ধু এসে তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে আলী হোসেন ফোন মারফত আরও ৩ বন্ধুকে অবগত করলে আলীসহ আরও ৫ বন্ধু মিলে স্কুল শিক্ষার্থীর ভাই রাজুসহ তার পক্ষের আরও দুইজনকে মারপিট করে আহত করে।
আহত হলে মনিগ্রাম এলাকার লোকজন তাদের ৩ জনকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর আগে আলী হোসেন ঐ শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছে। ঐ স্কুল ছাত্রী বাদী হয়ে ৬ জনকে আসামী করে অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পর বাঘা থানা পুলিশ এ মামলার প্রধান আসামী ইভটিজার আলী হোসেনকে সন্ধ্যায় মনিগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় একটি ইভটিজিং এর মামলা দায়ের করা হয়। আসামীকে শুক্রবার জেলা হাজতে প্রেরণ করা হবে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: