নওগাঁয় চার দিনব্যাপী বইমেলা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৭; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:২১

ছবি: সংগৃহীত

নওগাঁ জেলায় আজ মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারদিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

আজ শুক্রবার বিকাল সাড়ে চারটায় স্থানীয় কে. ডি. সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বইমেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ’ আয়োজিত এ মেলায় বই ছাড়াও কুটির শিল্প ও হস্তশিল্প এবং খাবারসহ প্রায় ৫০টি স্টল রয়েছে।

এ মেলায় প্রতিদিন শিশুকিশোরদের আবৃত্তি, সুন্দর লেখা হাতের, চিত্রাঙ্কন ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top