তথ্য দিতে ইভ্যালিকে ২৬ আগস্ট পর্যন্ত সময়

রাজটাইম ডেস্ক | প্রকাশিত: ১২ আগস্ট ২০২১ ২৩:০৮; আপডেট: ২ মে ২০২৪ ০৪:৩৬

ফাইল ছবি

গ্রাহকের দায়দেনা সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে ইভ্যালিকে ২৬ আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একই সাথে আগামী ১৫ আগষ্টের মধ্যে প্রতিষ্ঠানটিকে নিজেদের সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। এছাড়া ২ সেপ্টেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে মার্চেন্টদের পাওনা সংক্রান্ত প্রশ্নের জবাব।

বাণিজ্য মন্ত্রণালয়ের জানতে চাওয়া ছয় প্রশ্নের জবাব দিতে ই-কমার্স সাইট ইভ্যালিকে সুনির্দিষ্ট দিন-তারিখ বেঁধে দেয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থার বাংলাদেশ শাখা থেকে।

চিঠিতে ইভ্যালিকে নিজেদের সম্পদের হিসাব দিতে সময় বেঁধে দেয়া হয়েছে ১৫ আগস্ট পর্যন্ত। আর ২ সেপ্টেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে মার্চেন্টদের পাওনা সংক্রান্ত প্রশ্নের জবাব।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top