এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়: দুদু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১ ০৪:০৯; আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৬:৩৩
-2021-10-19-22-06-56.jpg)
রাজশাহীতে বিএনপির জেলা ভিত্তিক সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর একটি রেস্তোরায় এ সভা শুরু হয়। এ সভা দিনব্যাপী চলে। রাজশাহী বিভাগের জেলা ভিত্তিক সাংগঠনিক পর্যালোচনা সভায় দলীয় ও বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপির রাজশাহী বিভাগের ৮ টি জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু। সভা পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
এ সময় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমানে দেশের দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিষয়টি যাতে আলোচনায় না আসে তা করতেই আওয়ামী লীগ সাম্প্রদায়িক সহিংসতায় উস্কানি দিচ্ছে ও নাটক করছে। নাটকের জন্য এখন আওয়ামী লীগকে নোবেল দেয়া উচিত। তিনি বলেন, নির্বাচন বিহীন সরকারের অধীন বিএনপি কোন নির্বাচন করবে না। জনগণের দৃষ্টি ঘোরানোর জন্য নানা ভাবে সরকার ষড়যন্ত্র করছে।
এই সভায় রাজশাহী বিভাগের সকল জেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়করা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: