১০ টাকার হিসাবেও ২৫ হাজার টাকা ঋণের সুবিধা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২ ২১:৩৩; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩০

ছবি: সংগৃহীত

১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার হিসাবধারী ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ২৫ হাজার টাকার ঋণেও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি সুবিধা রাখা হয়েছে।

এর আগে ৩ লাখ টাকা বা তার বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যেতো।

বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট-এফআইডি এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এফআইডি’র নতুন এ সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ২৫ হাজার টাকা বা এর থেকে বেশি অঙ্কের ঋণের ক্ষেত্রেও ব্যাংক নিজ বিবেচনায় এই পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় দেওয়া ঋণের বিপরীতে ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে, ব্যাংক নিজস্ব উৎস থেকে গ্যারান্টি ফি পরিশোধ করবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top