দেশে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, শনাক্ত ২৫৮৪
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২ আগস্ট ২০২৩ ০৪:২৯; আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ০৩:১৪

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২ হাজার ৫৮৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩১ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকি ১ হাজার ৪৫৩ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৯ হাজার ২৬৪ জন রোগী।
এর মধ্যে ৪ হাজার ৮৬৯ জন ঢাকায় এবং ৪ হাজার ৩৯৫ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ০১ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৪ হাজার ৪১৬ রোগী শনাক্ত হয়েছে।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৪৪ হাজার ৮৯১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬১ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি
আপনার মূল্যবান মতামত দিন: