ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮৯
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩ ০২:৫৫; আপডেট: ৫ এপ্রিল ২০২৫ ০৩:১৮
-2023-08-03-20-54-41.jpg)
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুই হাজার ৫৮৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০১ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বাকিএক হাজার ৪৮৮ জন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯২১০ হাজার জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে আছেন চার হাজার ৬৫০ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে আছেন চার হাজার ৫৬০ জন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৯ হাজার ৭১৬ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে ৫০ হাজার ২২৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৭ হাজার ৬৮৬ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৫৩৭ জন।
আপনার মূল্যবান মতামত দিন: